শিরোনাম

South east bank ad

সাভারে ঔষধ কোম্পানী ও ফার্মেসীতে র‌্যাব-৪ এর মোবাইল কোর্ট পরিচালনা

 প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধ কোম্পানী ও ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব-৪ঃ ৩,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। পাশাপাশি খাবারে ভেজাল মুক্ত করন অভিযান ও অনুমতি বিহীন বিভিন্ন কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। WhatsApp Image 2020-07-27 at 8.23.04 PM (1) WhatsApp Image 2020-07-27 at 8.23.04 PM (2) WhatsApp Image 2020-07-27 at 8.23.04 PM WhatsApp Image 2020-07-27 at 8.23.05 PM (1) WhatsApp Image 2020-07-27 at 8.23.06 PM (1) WhatsApp Image 2020-07-27 at 8.23.06 PM এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৭/০৭/২০২০ তারিখ দুপুর ১২.২০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন ‘‘ইয়াসিন কেমিক্যাল কোম্পানী’’ গান্দারিয়া, সাভার, ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মালিক মোঃ জিয়াউর রহমান (৪০), জেলা-ঢাকাকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ (বি) ধারা মোতাবেক নগদ ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং দুপুর ০২.২০ ঘটিকায় সাভার থানাধীন ‘‘ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস লিঃ’’ সাদপুর, পুরানবাড়ী, সাভার, ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ম্যানেজার মোঃ নূরুন্নবী (৩৭), জেলা-নোয়াখালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নগদ ১,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: