বাউফলে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-৮
পটুয়াখালীর বাউফল থানাধীন বগা ফেরি ঘাট হতে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামী মোঃ কুদ্দুস সরদার (৩০)কে গ্রেফতার র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)।
গতকাল বিকেলে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আসামী মোঃ কুদ্দুস সরদার বাউফলের দাসের হাওলা গ্রামের মোঃ হাফেজ সরদার এর ছেলে।
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থানাধীন বগা ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামী মোঃ কুদ্দুস সরদার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাউফল থানার হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে (বাউফল থানার মামলা নং-১৪/৯২ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ দন্ডবিধি)। গ্রেফতারকৃত আসামীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়।