শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে ১ মানবপাচারকারী গ্রেফতার করেছে র‌্যাব-৮

 প্রকাশ: ১০ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গোপালগঞ্জের মুকুসুদপুর থেকে রাশিদা বেগম (৪২) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকা থেকে ওই নারী মানপাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশিদা বেগম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমির হোসেনের স্ত্রী। আজ বুধবার মানব পাচারকারী রাশিদা বেগমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে দিগনগর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই এলাকায় আত্মগোপনে থাকা রাশিদা বেগমকে গ্রেফতার করা হয়। তার স্বামী আমির হোসেনও একজন মানব পাচারকারী। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: