শিরোনাম

South east bank ad

বিপুল পরিমান মাদক ও জাল টাকাসহ মাদক সম্রাজ্ঞী স্বপ্না আক্তার র‌্যাব-৪ এর হাতে আটক

 প্রকাশ: ২০ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে মাটিকাটা, ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯৫ পিস ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন এবং জাল টাকাসহ মাদক সম্রাজ্ঞী স্বপ্না আক্তার, ঢাকাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী বিভিন্ন জায়গা থেকে লোক চক্ষুর অন্তরালে মাদকদ্রব্য ও জাল টাকা সংগ্রহ করে বিশেষ কায়দায় রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিজস্ব চক্রের মাধ্যমে পরিচালনা করে থাকে। আসামী র্দীঘ দিন থকেে মাদক ব্যবসা ও চাদাবাজীতে মাটিকাটা এলাকায় গড়ে তুলছেে নিজস্ব ক্যাডার বাহিনী। যার কারনে মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনা। কেউ অভিযোগ করলইে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। উল্লেখ্য, র্শীষ সন্ত্রাসী কিলার আব্বাসের সাথে স্বপ্না আক্তাররে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা যায়। সে এলাকার লোকজনের নিকট আব্বাস গ্রুপের সদস্য হিসাবে পরিচিত। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। r12
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: