গাবতলীতে চাউলের বস্তায় এক মন গাঁজাসহ ০৪ মাদক কারবরিকে আটক করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর চৌকশ আভিযানিক দল ১৮/০৫/২০২০ তারিখ ২১৩০ ঘটিকায় রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনালের সামনে অভিযান পরিচালনা করে চাউলের বস্তা হতে ০১ মন গাঁজা এবং বহনের কাজে ব্যবহৃত পিকআপসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ শিল্পী বেগম (২৮), ২। মোঃ শ্রাবণ @ শাওন (২০), ৩। মোঃ হৃদয় মিয়া (২৫), ৪। মোঃ আল-আমিন (১৮), সর্ব জেলা-বি-বাড়ীয়াদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তাবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পিকআপের মাধ্যমে বিশেষ কায়দায় চাউলের বস্তায় লুকিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


