দুর্ধর্ষ সন্ত্রাসী শাওনকে অস্ত্র ও ৭ সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-১৪
আজ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া পুরোহিতপাড়া এলাকা হতে দুইটি টি পিস্তল, একটি টি রিভলভার, তিনটি ম্যাগাজিন, ২টি একনলা বন্দুক, অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, সাতটি রামদা, চারটি ছোরা ও একটি চাপাতিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (২৮) সহ সাতজনকে জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।

