পটুয়াখালীর কলাপাড়ায় ৬৩,৩৭০ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী ইউনিয়নের নিসান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩,৩৭০পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হল, বাবুল মৃধা (৪৫) হাসিনা (২২), মোঃ ইউসুফ আলী (২৭), মোঃ সালাম (২৭), মোঃ নূর আলম (২৬), মোঃ ইউছুপ (২৬), শাহজাদা (২৪), মোঃ জামাল (২৪)। এসময় আটককৃত আসামীদের নিকট থেকে একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। উক্ত ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৬৩,৩৭০/- পিস ইয়াবা, নগদ ২,৩০,০০০/- টাকা, ১টি মোটরসাইকেল, ১টি ট্রলার জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে ধৃত আসামী বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে।

