বিনিয়োগ বিশ্লেষকদের সংগঠনের যাত্রা শুরু
পেশাদার বিনিয়োগ বিশ্লেষক বা পরামর্শকদের আন্তর্জাতিক সংগঠন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট বা সিএফএ ইনস্টিটিউটের অনুমোদন নিয়ে বাংলাদেশেও সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি সিএফএ ইনস্টিটিউট বাংলাদেশ নামে নতুন এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খানকে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন স্টিয়ারিং কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ সফর করে গেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠনের প্রধান নির্বাহী পল স্মিথ। তাঁর উপস্থিতিতে সংগঠনটি ১৬ জন বিনিয়োগ বিশ্লেষককে সনদ ও সংবর্ধনা দিয়েছে। ঢাকার গুলশানের একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।