মিডল্যান্ড ইস্ট পাওয়ার ও পিডিবি চুক্তি

১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসের উপস্থিতিতে বিদ্যুৎ ভবনে মিডল্যান্ড ইস্ট পাওয়ার ও পিডিবি ১৫ বছর মেয়াদি একটি প্রকল্প চুক্তি সই করেছে। চুক্তির আওতায় রয়েছে বিদ্যুৎ ক্রয় (পিপিএ) ও বাস্তবায়ন চুক্তি (আইএ)। চুক্তিতে সই করেন পিডিবির সচিব মিনা মাসুদুজ্জামান ও মিডল্যান্ডের এমডি ফিরোজ আলম। বাস্তবায়ন চুক্তিতে সই করেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পাওয়ার গ্রিডের কোম্পানি সচিব ও মিডল্যান্ডের এমডি ফিরোজ আলম। পিডিবি গত ১০ আগস্টে সই হওয়া এলওআইয়ের ধারাবাহিকতায় এ প্রকল্প চুক্তি করে। মিডল্যান্ড ইস্ট পাওয়ার শাহজিবাজার পাওয়ারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।