শিরোনাম

South east bank ad

রাস্ট্রবিরোধী-মানহানিকর ও ভুয়া ভিডিও তৈরি করায় র‌্যাব-৫ এর হাতে আটক ২

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রাস্ট্রবিরোধী-মানহানিকর ও ভুয়া ভিডিও তৈরি করায় র‌্যাব-৫ এর হাতে আটক ২

নাটোরের বড়াইগ্রাম থেকে ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে সোহেল রানা (২৫) ও এনামুল হক (২৪) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। রাস্ট্রবিরোধী, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর ও ভুয়া ভিডিও তৈরি করে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অভিযোগে শনিবার দুপুরে উপজেলার রয়নাভরট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সোহেল রানা হলেন রয়নাভরট গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং এনামুল হক রয়না গ্রামের আফসু মিয়ার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি মীর্জা সালাউদ্দিন বলেন, সোহালে রানা ও এনামুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। র‌্যাবের সাইবার ক্রাইম শাখা বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: