শিরোনাম

South east bank ad

সোনারগাঁয়ে ভেজাল খাদ্য পানীয় তৈরি : র‌্যাব-১১ এর হাতে আটক ১

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

সোনারগাঁয়ে ভেজাল খাদ্য পানীয় তৈরি : র‌্যাব-১১ এর হাতে আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বড়গাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় ‘আর এন আর ড্রিংকস অ্যান্ড এগ্রো প্রোডাক্টস’ নামে অননুমোদিত একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য পানীয় উদ্ধার করেছে র‌্যাব-১১। অভিযানে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় মো. কবির হোসেন (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৭ এপ্রিল) ওই কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় কারখানায় তৈরি অবস্থায় বিপুল পরিমাণ ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, ইন্ডিয়ান গুড়া বিট লবণ, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল ও ভেজাল জুস তৈরীর কাজে ব্যবহৃত ফ্লেভার জব্দ করা হয়। কিন্তু অভিযানের টের পেয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রশিদ আলী কৌশলে পালিয়ে যান।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, আসামি কবির হোসেনসহ পলাতক আসামি পরষ্পর যোগসাজশে কয়েক বছর যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বড়গাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় অনুমোদন না নিয়ে ‘আর এন আর ড্রিংকস অ্যান্ড এগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরি চালিয়ে আসছিল। ওই ফ্যাক্টরিতে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বিএসটিআই এর অনুমোদন না নিয়েই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। এছাড়া ওই ফ্যাক্টরির নামে কোন ভ্যাট রেজিঃ নেই। তারা কোনো প্রকার মূসক না দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ সব অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এর আগেও গত বছরের ১০ আগস্ট এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হলে ফ্যাক্টরিটি কিছুদিন বন্ধ রেখে তারা পুনরায় চালু করে।

গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: