শিরোনাম

South east bank ad

উজিরপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

 প্রকাশ: ৩১ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

উজিরপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

৩১ মে ২০২২ খ্রিঃ রোজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় উজিরপুর থানাধীন হারতা বাজার সংলগ্ন কঁচা নদীর পাড় থেকে দ্বীপ্ত মন্ডল নামে সাড়ে আট বছরের একজন ছেলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। এসংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান। সেখানে তিনি নিহত শিশু দ্বীপ্ত মন্ডলের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অতঃপর তিনি ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ঘটনাটির সুষ্ঠ তদন্তের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এসময় জনাব মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), বরিশাল জেলা; জনাব মোঃ আলী আর্শাদ, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা; জনাব মোঃ মোমিন উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত), উজিরপুর মডেল থানা, বরিশালসহ বরিশাল জেলা ডিবি পুলিশ এবং উজিরপুর মডেল থানা পুলিশের চৌকশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: