আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় ডিআইজি হাবিবুর রহমানকে শুভেচ্ছা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) কে শুভেচ্ছা ও অভিনন্দন।
গত ৩১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের কংগ্রেসে বাংলাদেশের প্রথম কোনো সংগঠক হিসেবে তিনি সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
৩৭ টি দেশের প্রতিনিধিদের মধ্যে ৩০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের ১৬ সদস্যের কার্যনির্বাহী পরিষদে তিনি এই গুরুত্বপূর্ণ পদ লাভ করেন।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে একটি সম্মানজনক অবস্থানে অথবা ব্রেক ইভেন্ট পয়েন্ট নিয়ে যেতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনে সহ-সভাপতির পদ প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।