শিরোনাম

South east bank ad

৬৩ শিশুকে ঈদের নতুন পোষাক উপহার দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

 প্রকাশ: ০৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

৬৩ শিশুকে ঈদের নতুন পোষাক উপহার দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ একের পর এক জনবান্ধব পুলিশিং-এ নজির স্থাপন করে চলেছেন। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম আজ সরকারী শিশু পরিবার বালিকা, চুয়াডাঙ্গার ৬৩ এতিম শিশুকে ঈদের নতুন পোষাক সামগ্রী পৌঁছে দিলেন । ঈদে নতুন পোষাক পেয়ে ছোট ছোট কোমলমতি শিশুরা খুবই আনন্দিত। প্রতিষ্ঠানের প্রধান পুলিশ সুপার এর মহানুভবতায় মুগ্ধ হয়ে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন এবং তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।

পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: