স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে সিরাজগঞ্জে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। সবশেষে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম সিরাজগঞ্জ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিরাজগঞ্জ সভানেত্রী পলি সুলতানা শান্তা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।