জেলা পুলিশ কুড়িগ্রামের অক্টোবর ২০২০ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম এর সভাপতিত্বে জেলা পুলিশ কুড়িগ্রামের অক্টোবর /২০২০ খ্রীঃ সনের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে গত মাসে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদান রাখার জন্য ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও অফিসার ইনচার্জ উলিপুর জনাব,মোয়াজ্জেম হোসেন এবং অফিসার ইনচার্জ কুড়িগ্রাম জনাব মাহাফুজার রহমানের বদলীজনীত সংবর্ধনা দেয়া হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন
১।শ্রেষ্ঠ সার্কেল--
জনাব উৎপল কুমার রায়
অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল,কুড়িগ্রাম
২।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন
নিরস্ত্র পুলিশ পরিদর্শক
অফিসার ইনচার্জ উলিপুর থানা, কুড়িগ্রাম।
৩। শ্রেষ্ঠ এসআই
জনাব মোঃ আব্দুর রাজ্জাক
এসআই নিরস্ত্র
নাগেশ্বরী থানা,কুড়িগ্রাম।
৪।শ্রেষ্ঠ বীট অফিসার
জনাব মোঃ নুরুন্নবী
এসআই নিরস্ত্র
কুড়িগ্রাম থানা,কুড়িগ্রাম
৫। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার
জনাব মোস্তফা আনোয়ার আহমেদ
টিএসআই সদর ট্রাফিক,কুড়িগ্রাম।
৬।শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ও শ্রেষ্ঠ এসআই
জনাব মোঃ আরিফুল ইসলাম
এএসআই নিরস্ত্র
কুড়িগ্রাম থানা,কুড়িগ্রাম
৭।শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার
জনাব মোঃ আমিনুর রহমান
এএসআই নিরস্ত্র,
জেলা গোয়েন্দা শাখা,কুড়িগ্রাম।
৮।শ্রেষ্ঠ কনস্টবল -
কনস্টেবল/৪৪৭ মোঃ মোস্তাকুর রহমান
পুলিশ হাসপাতালে, কুড়িগ্রাম।
৯।শ্রেষ্ঠ ওয়াচার কনস্টেবল -
কং/৮৩ মোঃনুরুল ইসলাম
জেলা বিশেষ শাখা,কুড়িগ্রাম।
১০।বিশেষ পুরস্কার -
কনস্টেবল/৬৮০মোঃআখতারুজ্জামান
পুলিশ লাইন্স,কুড়িগ্রাম।
১১।বিশেষ পুরস্কার -
কং/৪৯৪ আহসান হাবিব মিলন
পুলিশ লাইন্স,কুড়িগ্রাম।

