কুড়িগ্রামের উলিপুরে ২০০জন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি
কুড়িগ্রামের উলিপুরে ২০০জন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাসুদুর রহমান ও পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম।
সোমবার বিকেলে ১৫তম বিসিএস এর উদ্যোগে জেলা পুলিশের সহায়তায় উলিপুরের হাতিয়া ইউনিয়নের ২০০জন অসহায় পরিবারের মাঝে প্রতিজনকে ১হাজার টাকা করে মোট দুই লক্ষ টাকা বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান,উলিপুর থানার ওসি তদন্ত রুহুল আমীন, হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ।

