শিরোনাম

South east bank ad

উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন করলেন কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

নবনির্মিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)। শনিবার (২৯ আগস্ট, ২০২০) সকাল ১০.৩০ টায় উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় পুলিশ লাইন্সের পুকুরে ৫০ কেজি রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কৈ, কালবাউস মাছের পোনা অবমুক্ত করা হয়। DMP_7415 মাছের পোনা অবমুক্তকরণ শেষে ডিএমপি কমিশনার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুলিশ লাইন্সের প্রবেশ পথে ১৮টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত কর্মসূচীতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বিপিএম (বার) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: