শিরোনাম

South east bank ad

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই অনুষ্ঠিত হলো যশোর জেলা পুলিশের ত্রিমাসিক কল্যাণ সভা

 প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মোঙ্গলবার ২৮/০৭/ ২০২০খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় যশোর জেলা জিলা স্কুল অডিটোরিয়াম এ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই অনুষ্ঠিত হলো যশোর জেলা পুলিশের ত্রিমাসিক কল্যাণ সভা। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সভাপতিত্বে ত্রিমাসিক কল্যাণ সভায় পুলিশ ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয় এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন সহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার । 113125823_177704897095134_6065867060296417637_o 114713279_177706443761646_1382256889629928469_o 116608326_177706227095001_3812359944954851953_o মাসিক কল্যাণ সভায় মার্চ হতে জুন/২০২০ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণের নাম প্রকাশ করা হলোঃ- শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, জনাব জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন, জনাব মোঃ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর। জনাব রিফাত খান রাজিব, অফিসার ইনচার্জ, চৌগাছা থানা, যশোর। করোনা সচেতনতায় অসাধারণ সঙ্গীত রচনা ও মিউজিক ভিডিও নির্মাণের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক। কনস্টেবল সোহেল মাতুব্বর, ইনচার্জ পুলিশ মিডিয়াসেল যশোর। করনাকালে বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ মিডিয়াসেল কে অর্থ পুরস্কার প্রদান করা হয়। এসআই(নিঃ)/মোঃ মফিজুল ইসলাম পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, যশোর। যশোর জেলায় চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরুপ। এসআই(নিঃ)/মোঃ শামীম হোসেন, জেলা গোয়েন্দা শাখা, যশোর। যশোর জেলায় চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরুপ। এসআই(নিঃ)/মোঃ বজলুর রহমান, চৌগাছা থানা, যশোর। সঙ্গীতের মাধ্যমে করোনা সচেতনতা বৃদ্ধির স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক। ড্রাইভার কনস্টেবল/১৬২২ মোঃ চাঁদ আলী, পুলিশ লাইন্স, যশোর। করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে আনা-নেওয়ার কাজে বিশেষ সহযোগিতার স্বীকৃতি স্বরূপ। এসআই(নিঃ)/জাকির হোসেন, বেনাপোল পোর্ট থানা, যশোর। যশোর জেলায় শ্রেষ্ঠ এসআই (সকল থানা)। এএসআই(নিঃ)/আলমগীর হোসেন, বেনাপোল পোর্ট থানা, যশোর। যশোর জেলায় শ্রেষ্ঠ এএসআই (সকল থানা)। এসআই(নিঃ)/বিপ্লব রায়, চৌগাছা থানা, যশোর। অস্ত্র উদ্ধারের স্বীকৃতি স্বরূপ। এছাড়াও অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার । জনাব মোহাম্মদ গোলাম কবির, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বদলীজনিত বিদায়। জনাব মোঃ আব্দুস সালাম শেখ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), অবসরজনিত বিদায়। জনাব সমীর কুমার সরকার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বদলীজনিত বিদায়। জনাব আহসান উল্লাহ চৌধুরী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বদলীজনিত বিদায়। জনাব মারুফ আহম্মদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বদলীজনিত বিদায়। এএসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম, অবসরজনিত বিদায়। কনস্টেবল/মোঃ সাইদুর রহমান মিয়া, অবসরজনিত বিদায়। কনস্টেবল/মোঃ আব্দুস সালাম, অবসরজনিত বিদায়। কনস্টেবল/মোঃ জাকির হোসেন, অবসরজনিত বিদায়। নায়েক/মোঃ গোলাম মোস্তফা, অবসরজনিত বিদায়। কনস্টেবল/মোঃ আব্দুল মোতালেব, অবসরজনিত বিদায়। কনস্টেবল/মোঃ আক্কাস আলী, অবসরজনিত বিদায়। এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, অতিঃ পুলিশ সুপার, (জেলা বিশেষ শাখা), যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর, জনাব সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসার ও ফোর্সগণ।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: