শিরোনাম

South east bank ad

অবৈধ বিআইডিসি বাজার উচ্ছেদ করলো গাজীপুর পুলিশ

 প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের(জিএমপি) উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নগরীর জয়দেবপুর-শিমুলতলী সড়কের বিআইডিসি বাজারের অংশে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করেন সদর থানা পুলিশ। জিএমপি সদর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম আহসান হাবীব ও সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া বিশেষ ভূমিকা পালন করেন। কয়েকটি গণমাধ্যমে সংবাদের জেরে গত তিন দিন যাবৎ বিআইডিসি বাজারে মহাসড়ক দখল করে বাজার বসতে দিচ্ছেনা সদর থানা পুলিশ। ফলে স্বস্তি ফিরেছে পথচারীদের মনে, যানজট বন্ধ হয়েছে সড়কে। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একাধিক পথচারী জানান, ‘ফুটপাত দখলমুক্ত হওয়ায় আমরা এখন যাতায়াত করতে পারি সহজে, এছাড়াও যানজটও কমেছে।’ এছাড়াও নাম প্রকাশ না করার ইচ্ছায় একজন মার্কেট মালিক জানান, ‘এর আগেও ৪ জুন এই অবৈধ বাজার উচ্ছেদ হয়েছিল, তবে কিছুদিন পরেই স্থানীয় কথিত নেতাদের ছত্রছায়ায় আবার সড়ক দখল করে বসে পরে এই বাজার।’ তবে সব সময় পুলিশের নজরদারী থাকলে এই অবৈধ বাজার সড়খ দখল করে বসতে পারবেনা বলে মনে করেন তিনি। সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ‘আমরা ইতোমধ্যে সদর থানাধীন সড়কের বিভিন্ন পয়েন্টে ও ফুটপাতে অবৈধ দখলকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছি এবং পথচারীদের যাতায়াতের সুবিধার্থে আমরা জনস্বার্থে আইনানুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করব।’
BBS cable ad

থানার কথা এর আরও খবর: