নীলফামারী জেলা পুলিশের চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা মনিটরিং সেল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত
করোনা ভাইরাসের করাল গ্রাসের মধ্যেও থেমে নেই নীলফামারী জেলা পুলিশের মামলার রহস্য উদঘাটন ও তদন্তের কাজ। জেলার ৬টি থানার চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলাসমূহের মনিটরিং সেল কর্তৃক ধারাবাহিক পর্যালোচনার অংশ হিসাবে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গতকাল দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ থানার গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্ত পর্যালোচনা কার্যক্রম।
পর্যালোচনা সভায় কিশোরগঞ্জ থানার ১৬টি মামলার তদন্ত বিষয়ে মনিটরিং সেল এর কর্মকর্তাগণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন যাতে মামলাগুলোর দ্রুত মানসম্মত তদন্ত নিষ্পত্তির সাথে সাথে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্তি নিশ্চিত হয়। এসময় মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তাগণকে জনগণের প্রাপ্য ন্যায়বিচার নিশ্চিত করতে দিক নির্দেশনামূলক গাইডলাইন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন মনিটরিং সেল এর সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম ।
এ সময় মনিটরিং সেল এর সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রুহুল আমীন, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আফজালুল হক, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, ওসি ডিবি কেএম আজমীরুজ্জামান সহ কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজুল হক ও মামলাসমূহের তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

