ডিএমপির কয়েকটি থানার টেলিফোন নম্বরও বিকল

রাষ্ট্রয়াত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের লাইনে কারিগরি ক্রটির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধিকাংশ থানার কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর শুক্রবার সকাল থেকে বিকল হয়ে আছে। শুক্রবার সকাল থেকে থানার টেলিফোন নম্বরগুলোতে কল যাচ্ছে না এবং আসছেও না।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক) বেলালুর রহমান বলেন, বিটিসিএলের মগবাজারস্থ অফিসে একটি প্রধান ক্যাবল কাটা পড়ায় আজ সকাল থেকে ডিএমপির অধিকাংশ থানা ও দফতরের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরগুলো বিকল হয়ে আছে।
আজ সারা দিন এই সমস্যা থাকবে বলে আমাদেরকে জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে অর্থসূচকের পক্ষ থেকে রাজধানীর বাড্ডা, ক্যান্টনমেন্ট, গুলশান, রামপুরা, শাহবাগ, ওয়ারি, খিলগাঁও ও মতিঝিল থানার কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
ডিএমপির থানাগুলোও ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বরও শুক্রবার ভোর ৫টা থেকে বিকল হয়ে আছে।