শিরোনাম

South east bank ad

গৌরীপুরে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দু’জনকে গ্রেফতার

 প্রকাশ: ১১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে রিফাত (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মোবাইল চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ফাতেমা বেগম ও তার ছেলে হিমেল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ফাতেমা বেগম এ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মৃত বারেক ডাকাতের স্ত্রী ও হিমেল তার ছেলে।

শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামে (গুচ্ছগ্রাম) এ অমানবিক শিশু নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনাটি প্রথমে স্থানীয়দের মাঝে গোপন থাকলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। ঘটনাটি জানার পর গৌরীপুর থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঘটনার সাথে জড়িত ফাতেমা বেগম ও তার ছেলে হিমেল (২৫) কে আটক করে।

নির্যাতনের শিকার রিফাত রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে রামগোপালপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শিশু রিফাতের বাবা সুরুজ মিয়া সাংবাদিকদের জানান, গাছ থেকে আম পাড়ার কথা বলে ফাতেমা ও হিমেল শুক্রবার রিফাতকে বাড়ি থেকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে তুচ্ছ ঘটনায় মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে গাছের সঙ্গে গরুর রশি দিয়ে বেঁধে রিফাতকে অমানবিক নির্যাতন করেন তারা। পরে খবর পেয়ে তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় তার শিশু ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়ভাবে বিচারের আশ্বাসে এ শিশু নির্যাতনের ঘটনাটি তিনি গোপন রেখেছিলেন বলে জানান।

তিনি আরও বলেন, এর আগেও রিফাতকে মারধর করেছিলেন উল্লেখিত ফাতেমা ও হিমেল।

এদিকে হিমেল সাংবাদিকদের জানান, ঘর থেকে তার মোবাইল সেট চুরির করে নিয়ে যাওয়ার অপরাধে রিফাতকে গাছের সাথে বেঁধে রেখেছিলেন তিনি।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে অবগত হওয়ার পর এ ঘটনায় গৌরীপুর থানার পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন তিনি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনাটি জানার পর এর সাথে জড়িত ফাতেমা ও হিমেলকে গ্রেফতার করা হয়। এ শিশু নির্যাতনের ঘটনায় ভিকটিম রিফাতের বাবা সুরুজ আলী গৌরীপুর থানায় মামলা করেছেন।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: