মুকসুদপুরে ১’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল গ্রেফতার

মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে ১’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধা (৪৫) কে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা - খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধা পৌরসভার টেংরাখোলা গ্রামের কোবাদ মৃধার ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার করার নিমিত্তে অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধার নামে মাদক মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৮ তারিখ-১৫/৫/২০২১)। তাকে আগামীকাল রবিবার গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পি সি পি আর:- ১৭(১০)১৮ ও২৭(৫)১৮ দুইটি মাদক মামলা রয়েছে।