টেকনাফে গহীন অরণ্যে কক্সবাজার জেলা পুলিশ এবং এপিবিএন এর যৌথ অভিযান

টেকনাফ থানার অন্তর্গত জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড় বেষ্টিত গহীন অরণ্যে স্থানীয় ডাকাত গ্রুপ, মাদক কারবারি এবং অপহরণ চক্র অপরাধমূলক কর্মকাণ্ড শেষে নিজেদের জন্য নিরাপদ ও গোপন আশ্রয়স্থল হিসেবে এই সমস্ত দুর্গম এলাকা ব্যবহার করে থাকে ।
আজ টেকনাফ থানার অন্তর্গত জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড় বেষ্টিত গহীন অরণ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশ এবং ১৬ ,এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে। দুটি ইউনিট এর প্রায় ৩০০ জন অফিসার ও ফোর্স এই অভিযানে অংশ নেয়। ভোর থেকে শুরু হওয়া অভিযান দুপুর পর্যন্ত চলে। অত্র অভিযানে এপিবিএনের কমান্ডো ইউনিট এবং ড্রোন ব্যবহার করা হয়। এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত ০২ টি আগ্নেয়াস্ত্র এবং ০৫ টি ছোরা উদ্ধার হয়।