চকবাজার থানার নতুন ওসি আলমগীর

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিএমপি কমিশনারের অফিস আদেশে চকবাজার থানার ওসি হিসেবে গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে চকবাজার থানায় পদায়ন করা হয়েছে। চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকারকে কমিশনার কার্যালয়ে পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
মোহাম্মদ আলমগীর এর আগে আকবর শাহ, পতেঙ্গা ও কর্ণফুলী থানার ওসির দায়িত্ব পালন করেন।