শিরোনাম

South east bank ad

শরণখোলায় মাদকসেবনে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে মারধর, আটক ৩

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

শরণখোলায় মাদকসেবনে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে মারধর, আটক ৩

নইন আবু নাঈম (বাগেরহাট):

বাগেরহাটের শরণখোলায় মাদকসেবনে বাধা দেওয়ায় আ. জব্বার খান (৫১) নামে এক কলেজ নৈশপ্রহরীকে মেরে আহত করেছে মাদকসেবীরা। গুরুত আহত ওই নৈশপ্রহরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ধানসাগরে অবস্থিত মাতৃভাষা ডিগ্রি কলেজে।

এব্যপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম মোল্লা বাদী ছয় জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জড়িত নাইম তালুকদার, রাসেল তালুকদার, আরমান হাওলাদারসহ তিন যুবককে আটক করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
শরণখোলা থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানসাগর এলাকার চিহ্নিত ৬-৭জন মাদকসেবী কলেজের তৃতীয় তলার ছাদে উঠে মাদক সেবন করছিল। এসময় নৈশপ্রহরী আ. জব্বার খান তাদের নিষেধ করায় তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে ওই মাদকসেবীরা। এসময় তার চিৎকারে ভাইপো সুজন খান এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: