করোনার বিস্তার রোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ঝালকাঠিতে পুলিশি কার্যক্রম অব্যাহত

কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ১ম দিনে ঝালকাঠি জেলা পুলিশের বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নির্দেশনায় ঝালকাঠি, নলছিটি, রাজাপুর, কাঠালিয়া থানায় করোনার বিস্তার রোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে|।এসময় ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো এবং অপ্রয়োজনীয় লোকজন ঘোরাফেরা রোধে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।