শায়েস্তাগঞ্জে ৭ জুয়াড়িকে কারাগারে প্রেরণ

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) জেলার শায়েস্তাগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। (১৪এপ্রিল) বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই স্বপন চন্দ্র সরকার সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানাধীন পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে সাত জুয়াড়িকে আটক করেন। আটককৃতরা হলেন। হবিগঞ্জ সদর উপজেলার লস্কর পুর এলাকার মোঃ নুর হোসেন (৫৫), মোঃ রহিম আলী (৩০), মোঃ হারুনুর রশিদ (৩৩), দক্ষিণ চরহামুয়া এলাকার মোঃ জমির আলী (২৮), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মোঃ সোহেল মিয়া (২৬),পশ্চিম বিরামচর এলাকার মো: বিল্লাল মিয়া (৩০) ও বাহুবল উপজেলার ঘোষপাড়া এলাকার মোঃ সেলিম মিয়া (৩২)কে আটক করেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব। তিনি বলেন এ এধরনের অভিযান অব্যাহত আছে।