ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক জনসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচী

আজ করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় আইজিপি নির্দেশনায় ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক জনসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি এ কে এম এহ্সান উল্লাহ। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশনায় মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ঝালকাঠি সহ জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উক্ত কর্মসূচিতে যোগদান করেন এবং জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি জেলা আওয়ামীলীগ ঝালকাঠি, মোঃ খান সাইফুল্লাহ পনির সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ ঝালকাঠি, খান আরিফুর রহমান উপজেলা চেয়ারম্যান ঝালকাঠি সদরসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।