শরীয়তপুর জেলা পুলিশের কর্মতৎপরতায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

গত ২০ ইং তারিখে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় জাজিরা থানাধীন বিকেনগর টুমচর সরদারকান্দি গ্রামের সাহেব আলী সরদারের বসত বাড়ির বিল্ডিং মেইন কেচি গেটের তালা কেটে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় ধাড়ালো অস্ত্রশস্ত্র সহকারে প্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন ও মারপিট করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে জাজিরা থানার মামলা নং ১৪ (০২) ২১ ধারা ৩৯৫-৩৯৭ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার ডিবি শরীয়তপুরের উপর ন্যস্ত করা হয়। অজ্ঞাত নামা ডাকাতদের গ্রেফতার,ঘটনার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সুপার শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান এর তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান এর নেতৃত্বে ওসি ডিবি সাইফুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আশরাফুল সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে (১৮/০৩/২১) খ্রিঃ তারিখে ডাকাতির ঘটনায় জড়িত আসামি ১) কালাচান সরদার(৩৫) ২)বাবুল মাদবর (৪৫) ৩) বাহাদুর ফকির(৩৮)দের গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য-র ভিত্তিতে ডাকাতি করা স্বর্ণ কেনার অপরাধে বি কে নগর আনন্দবাজার হতে বিষ্ণু বাইন (৩৪) কে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ডাকাতি হওয়া স্বর্ণের মধ্যে একটি চেইন ও ২ টি আংটি উদ্ধার করা হয়। আসামী কালাচান সরদার (৩৫) ও বাহাদুর ফকির (৩৮) বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাকীদের ০৭ সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।