বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং পুষ্পস্তবক অর্পণ করলো টাঙ্গাইল জেলা পুলিশ

অদ্য ১৭ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ জেলা পুলিশ, টাঙ্গাইল কর্তৃক বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়। জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ স্মৃতি পৌর উদ্যান, টাঙ্গাইলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন অফিসারবৃন্দ সহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্য।