শিরোনাম

South east bank ad

আবারো আলোচনায় শাায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম

 প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আবারো আলোচনায় শাায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম

নুর উদ্দিন সুমন(হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে সম্প্রতি যোগদান করেন মোহাম্মদ মাইনুল ইসলাম। তার যোগদানের পরই পাল্টে যাচ্ছে এই জেলার গুরুগুরুত্বপূর্ণ স্থানের চিত্র।

জানা যায়, শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকার সৌন্দর্যবর্ধনে নানা ভুমিকা রেখে পুরো জেলায় আলোচনায় আসেন ওসি মাইনুল ইসলাম। এর আগে তিনি খাটিহাতি হাইওয়ে থানায় কর্মরত থাকা অবস্থায় বিশ্বরোড শতভাগ চাঁদাবাজ মুক্ত ও অবৈধ বিলবোর্ড অপসারণ করে প্রশংসায় ভাসেন।

ওসি মাইনুলের বর্তমান কর্মস্থল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। ১৯ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর পয়েন্ট এলাকার ঝুঁকিপূর্ণ গর্তগুলো ইট দিয়ে ভরাট করে দিলেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

জানা গেছে, সড়কে দীর্ঘদিন ধরে গর্তগুলো থাকায় ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করে আসছিল। এ অবস্থায় প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। বিষয়টি নজরে আসে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলামের। তিনি (ওসি) বিষয়টি হবিগঞ্জ সওজ কর্তৃপক্ষকে জানান।

সওজের পক্ষ থেকে তাকে (ওসি) জানানো হয় বরাদ্দ সাপেক্ষে সংস্কার করানো হবে। কিন্তু বরাদ্দ না আশায় সংস্কার হচ্ছিল না।

অবশেষে ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম উদ্যোগ নিয়ে ব্রিকস ফিল্ড থেকে ইটের গুঁড়া ক্রয় করে গর্তগুলো ভরাট করান। এ উদ্যোগের প্রশংসা করেছেন তৃণমূল লোকেরা।

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, নতুন ব্রিজ এলাকার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়িগুলো ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখে উদ্যোগ নিয়েছি। ইট নিয়ে এসে ভরাট করে দিয়েছি গর্তগুলো। এতে অত্যন্ত ভালো লেগেছে। আমার দায়িত্ব নিরাপত্তা দেওয়া। গর্ত ভরাটের দায়িত্ব না থাকলেও বসে থাকতে পারিনি।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: