শিরোনাম

South east bank ad

খুলনায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

 প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

খুলনায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে খুলনা মেট্রোপলিন পুলিশের উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপন করা হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।
পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। এসময়ে উপস্থিত ছিলেন ডিআইজি (কমান্ড্যান্ট) পিটিসি মহাঃ আশরাফুজ্জামান,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম,কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কমান্ড্যান্ট) পিটিসি হাবিবুর রহমান খান, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, র‍্যাব-৬ অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনা মহানগরী ও খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডারগণ, কেএমপি, খুলনা রেঞ্জ ও সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী খুলনার পুলিশ সদস্যদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ কমিশনারসহ অতিথিবৃন্দ।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: