বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: তোফায়েল আহমেদ
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যে মূলনীতির উপর বাংলাদেশের জন্ম হয়েছিলো, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ ছিল। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেই ধর্ম ভিত্তিক রাজনীতি শুরু করে। এরাই জাতীয় মূলনীতি তছনছ করে দেয়। এই ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা সবাই পড়ালেখা জানা লোক। তাদের বলছি, পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। তা দেখে আসুন তারপর মন্তব্য করুন।
এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান তোফায়েল আহমেদ।