রূপসায় ১৫ই আগস্টের জাতীয় শোক ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের এবং দলীয় নেতাকর্মীদের স্মরণে রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স'র মাধ্যমে আলোচনা করেন খুলনা-৪আসনের সাংসদ আব্দুস সালাম মূশের্দী।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সরুফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, অধ্যক্ষ ফ ম আঃ সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ভাইস চেয়ারম্যান ফারহানা আফফরোজ মনা, সাবিনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার, শেখ মোঃ মারুপ, নাসির হোসেন সজল, আকতার ফারুক, স ম জাহাঙ্গির, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান , এমডি রকিব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস, মোস্তাফিজুর রহমান, আরিফুজ্জামান লিটন, আসাদুজ্জামান, রবিউল বিশ্বাস, জিন্নাহ গাজী, সাবিনা ইয়াসমিন, মমতা হেনা জোসনা প্রমূখ।
সভায় প্রধান অতিথি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবার, গ্রেনেড হামলায় নিহত সকল নেতাকর্মী ও খুলনার সকল নেতাকর্মীদের নিহতের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়া দেশের উন্নয়ন বাধা সৃষ্টি করার জন্য এক শ্রেণী মানুষ অপপ্রচার চালাচ্ছে। তাই সকলকে ঐক্যবন্ধ হয়ে দেশের উন্নয়নে অংশ গ্রহন করতে সবাইকে আহ্বাবান জানান।


