শিরোনাম

South east bank ad

দলের মধ্যে যেন কোন অপশক্তি বিভেদ সৃষ্টি করতে না পারে: এমপি এনামুল হক

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ১৫ আগস্ট যে ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে তা ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড। জাতি এই হত্যাকান্ডকে কোন ভাবেই মেনে নিতে পারে না। ১৯৭১ সালে যে নেতার নির্দেশনায় মুক্তিযোদ্ধা সংগঠিত হয়েছিল তাকে স্বপরিবারে হত্যা করে এই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা। জাতির জনক সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করলেও তাঁর আদর্শের লাখো মুজিবকে হত্যা করতে পারেনি। বাঙ্গালী জাতির সেই মহামানব আজও সকলের হৃদয়ে বহমান। প্রিয় নেতাকে হারিয়ে জাতি আজ শোকে শোকাহত। তিনি আরো বলেন, সেই শোককে শক্তিতে পরিণত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দলের মধ্যে কোন রকম বিভেদ সৃষ্টি করলে তা মেনে নেয়া হবে না। আগামী দিনের যে কোন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। দলের মধ্যে কোনরকম বিভেদ থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। দলের মধ্যে যেন কোন অপশক্তি বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সাবাইকে সজাগ থাকতে হবে। শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২১ শে আগস্টের গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুঠো ফোনের মাধ্যমে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার ২৬ জুলাই বিকেল ৪ টায় মচমইল ডিগ্রী কলেজের হলরুমে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শাহরিয়া আলী, সমরেশ কুমার, মাহাবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক পলাশ মীর, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগে নেতা মাস্টার আব্দুল মজিদ শেখ, আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: