শোক দিবসে পাঁচ হাজার দুস্থ-এতিমের মাঝে খাবার পরিবেশন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক
১৫ আগস্ট জাতীয় শো’ক দিবসে বাগমারায় দুস্থ ও বিভিন্ন এতিমখানার শিশুসহ প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের উদ্যোগে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর সেই কালো রাতের শহীদদের স্মৃ’তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে এ খাবার পরিবেশন করা হয়।
বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের পর এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের তত্বাধানে উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এসব খাবার পরিবেশন করা হয়।