জাতির জনক বঙ্গবন্ধুর দু’টি স্বপ্ন ছিল: তোফায়েল আহমেদ
বঙ্গবন্ধুর দু’টি স্বপ্ন ছিল উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, স্বপ্ন দু’টির একটি বাংলার স্বাধীনতা অন্যটি ‘ক্ষুদামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে এ দেশ থেকে গণতন্ত্র চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন শেখ হাসিনা। যারা বাংলাদেশকে তুচ্ছ করেছিল, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে।
পরে ৭৫-এর ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা কর্মীরা।