শিরোনাম

South east bank ad

প্রত্যেকটি দুর্যোগে সরকার জনগণের পাশে আছে : প্রতিমন্ত্রী পলক

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে আছে। আমরা মহামারি করোনাভাইরাসে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। নিজ নির্বাচনী এলাকার ৭২ হাজার পরিবারে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাটোরের সিংড়া উপজেলা হল রুমে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১৯ জনকে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 117289164_3388748861163647_4447750391082249949_n 117290810_3388749251163608_6325249106424154636_n 117351739_3388748924496974_8041737985735769848_n জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশ। তাঁর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। করোনার এ দুর্যোগে দীর্ঘ ৫ মাস আমরা সবাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: