নিজ নির্বাচনী এলাকায় ‘ঈদ উপহার’ বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা ১২ নির্বাচনী আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল তাঁর সংসদীয় আসন এর অন্তর্ভুক্ত ওয়ার্ড নং ২৭,৯৯,৩৫ ও ৩৬ এ বসবাসরত অসহায় পরিবারের মাঝে নেতৃবৃন্দের মাধ্যমে শনিবার (২৫ জুলাই) ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তার পক্ষ থেকে এই উপহার।
উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


