যুগ যুগ বেচে থাকো হে মহান নেতা
ছবিতে দুজন ব্যক্তি রয়েছেন একজন বয়সের ভারে নুয্য বৃদ্ধা নারী, অন্যজন ভোলা ২ আসনের সাংসদ আলী আযম মুকুল। সাংসদ মুকুল তার নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণ শেষে ফেরার সময়, এই বৃদ্ধা নারী পথিমধ্যে সাংসদকে ধুলোময় জীর্ণশীর্ণ শরীরে এভাবেই জড়িয়ে ধরেন। সাংসদ মুকুলও আপনজনের ন্যায় হাসিমুখে বৃদ্ধাকে বুকে টেন নেন। এমন দৃশ্য বর্তমান রাজনীতিবিদদের মধ্যে বিরল দৃষ্টান্ত।
আলী আজম মুকুল এমপির ফেসবুক পেজ থেকে লিখা টা হুবহু তুলে ধরা হলঃ
দেউলা থেকে ত্রান বিতরন শেষে বোরহানউদ্দিন ফিরছিলাম।
আমাকে বহনকারী গাড়িটা যখন জানখার দিঘীর পাড়ে আসলো হঠাৎ করে একজন বৃদ্ধা "মা" গাড়ির সামনে এসে দু-হাত প্রসারিত করে দাড়িয়ে গেল।
কিছুটা বিব্রত হলেও অবাক হইনি।
কারনঃ প্রায়ই এরকম পরিস্থিতির সামনে আমাকে পড়তে হয়।
আমি দেড়ি না করে গাড়ি থেকে নেমে এগিয়ে যাই বৃদ্ধা মায়ের পানে।
কোন কিছু বোঝার আগেই সন্তানের মতো করে তিনি আমাকে জড়িয়ে ধরেন।
তারপর যথারীতি যা হবার তাই হয়েছে।
দিঘীর ২ পারের প্রায় দেড়"শ পরিবারের মহিলারা বেড়িয়ে আসে হ্যামিলিনের বাশিওয়ার মতো।
সবাইকে খুশি করেই তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়েছি।
১৮/৫/২০২০
