আশ্রয়ন প্রকল্পের চাবি হস্তান্তর ও ঘরের উদ্বোদন করেন আব্দুস সালাম মূর্শেদী
মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়, খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ৬টি ব্যারাকে, ৩০ টি ঘর হস্তান্তর প্রদান অনুষ্ঠানে, বৃহস্পতিবার (২৯ জুলাই) টেলিকন্ফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের চাবি হস্তান্তর ও ঘরের উদ্বোদন করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে অভূতপূর্ব এক উদ্যোগে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- বঙ্গবন্ধুকন্যার এই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬০টি পরিবার৷
এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন নাসির, উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।