শিরোনাম

South east bank ad

আশ্রয়ন প্রকল্পের চাবি হস্তান্তর ও ঘরের উদ্বোদন করেন আব্দুস সালাম মূর্শেদী

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়, খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ৬টি ব্যারাকে, ৩০ টি ঘর হস্তান্তর প্রদান অনুষ্ঠানে, বৃহস্পতিবার (২৯ জুলাই) টেলিকন্ফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের চাবি হস্তান্তর ও ঘরের উদ্বোদন করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে অভূতপূর্ব এক উদ্যোগে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- বঙ্গবন্ধুকন্যার এই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬০টি পরিবার৷

এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন নাসির, উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: