ব্যক্তিগত তহবিল থেকে বোরহানউদ্দিনের কাচিয়া ও হাসাননগর ইউনিয়নে নগদ অর্থ বিতরন করলেন আলী আজম মুকুল এমপি

পবিত্র ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত তহবিল থেকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ও হাসান নগর ইউনিয়নে নগদ অর্থ বিতরন করলেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
ভাইরাসের সংক্রমণরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়ে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল বলেন, ‘করোনায় আজ পৃথিবীর বড় বড় দেশ আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ ছিল বাস্তবসম্মত যা দেশের মানুষ গ্রহণ করেছেন। এতে আমাদের দেশে করোনা সংক্রণ অনেকটা কমে আসছে।’
তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা থেকে কেউ বঞ্চিত হননি। এমন কোন গরীব অসহায় মানুষ নেই যাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছায়নি। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সর্বস্থরের জনগনের খোঁজখবর রেখেছেন। যা ছিল নজিরবিহীন।’