একজন আলেমের অপরাধের জন্য পুরো আলেম সমাজকেও খারাপ বলা যাবে না : শামীম ওসমান

আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনো ধর্মের জন্যই শুভকর নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
একই সঙ্গে একজনের অপরাধের জন্য ঢালাওভাবে পুরো শ্রেণি বা গোষ্ঠীকে দায়ী করাও যৌক্তিক নয় বলে মনে করেন তিনি।
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও নিজের বড় ভাই নাসিম ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর মাসদাইর এলাকায় পৌর কবরস্থানে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান এ সব মন্তব্য করেন।
হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ দলটির সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের ব্যাপারে প্রশ্ন করলে শামীম ওসমান বলেন, আমাদের দেশে আলেম সমাজকে সম্মানের সঙ্গে দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করানোর রীতি চালু আছে। তাদের ওয়াজ শুনে মানুষ আবেগে কান্নাও করে। সেই আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনো ধর্মের জন্যই শুভকর নয়। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশুভ সংকেত হিসেবে মনে করেন তিনি।
ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দেয়ার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, মৌলবাদ শুধু ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব ধর্মের মধ্যেই আছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থানে থেকে সতর্ক হতে হবে। ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সঠিকভাবে আমলও করতে হবে।
এছাড়া একজন আলেমের অপরাধের জন্য পুরো আলেম সমাজকেও খারাপ বলা যাবে না বলেও তিনি মত প্রকাশ করেন।
এর আগে সংসদ সদস্য শামীম ওসমান মাসদাইর পৌর কবরস্থান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বড় ভাই নাসিম ওসমান স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।