আমি গর্বিত আমি ছাত্রলীগের কর্মী ছিলাম : জুনাইদ আহমেদ পলক

দেশের বিভিন্ন এলাকায় লোক না পেয়ে পাকা ধান কাটতে পারছেনা কৃষক । এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর এলাকায়ও ছাত্রলীগের নেতাকর্মীরা এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান কেটে দিয়েছে। উচ্ছ্বসিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুক পেজ এ লিখেন :--
চলনবিলে শ্রমিক সংকটের কারণে আমার নির্বাচনী এলাকার নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া গোল ই আফরোজ সরকারি অনার্স কলেজ সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল এর নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরসভার উত্তর দমদমা মাঠে ৩জন কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান কেটে দিয়েছে। এমন উদ্যোগ নেওয়ার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া উপজেলা, পৌর, ইউনিয়ন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের চলনবিলের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেওয়া)