টিকার দ্বিতীয় ডোজ নিলেন আবদুস সালাম মুর্শেদী এমপি

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী।
আজ বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিকে সপরিবারে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন তিনি।
টিকা নেয়ার পর তিনি বলেন, মহামারীর কারণে বিশ্ব এখন মানব ইতিহাসের এক ‘অভাবনীয় দুঃসময়’ অতিক্রম করছে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের জনগণ সহজেই কোভিডের টিকা গ্রহণ করতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নিদের্শনায় সারা দেশে টিকা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। আর এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিকে স্বপরিবারে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।