ছয় হাজার রোজাদারকে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বিতরণ

এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যােগে কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় নগরের ৬ হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল চারটার দিকে নগরের পশ্চিম বাকলিয়া, দেওয়ানবাজার, এনায়েত বাজার, জামালখান, কাজির দেউরি, টাইগারপাসসহ বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন ছিলেন চট্টলার আপামর জনতার নেতা। সংকট, দুর্যোগ ও মহামারিতে মহিউদ্দিন চৌধুরী সবসময় মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। তারই রেখে যাওয়া দর্শন আমরা তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হাত ধরে এগিয়ে নিতে চায়। করোনা সংকট মোকাবিলায় আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ নগরের বিভিন্ন এলাকায় ৬ হাজার প্যাকেট ইফতার বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, চকবাজরার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ ইউনুস কোম্পানি, চসিক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য নেতা গাজী জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মো. ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুবউদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু, সাবেক নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল আজিম রনি, মোহাম্মদ জাহেদ, হোসাইন আহম্মেদ রুবেল, মনির হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ হাসান তুষার, চকবাজার থানা ছাত্রলীগ নেতা তানভীর মেহেদী মাসুদ, মোহাম্মদ ফারহান, ওয়াহিদুর রহমান সুজন, জয়সেন গুপ্ত, আরফাত হোসেন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন প্রমুখ।