করোনার মধ্যেও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে হবে: পলক

করোনাকালীন সময়ে কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্য চাহিদা পূরণে কৃষক ও সরকার একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১১ এপ্রিল) বিকেলে সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত এক দশকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও রফতানিমুখী করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ ও তা সফলভাবে বাস্তবায়ন করেছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
এসম তিনি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে ৯টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরেণ করেন।