শিরোনাম

South east bank ad

ক্যান্সার আক্রান্ত জিসা'র চিকিৎসার দায়িত্ব নিলেন আলী আজম মুকুল এমপি

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

ক্যান্সার আক্রান্ত জিসা'র চিকিৎসার দায়িত্ব নিলেন আলী আজম মুকুল এমপি

আয়েশা আক্তার জিসা বোরহান উদ্দিনের কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। হাটুতে ক্যান্সার ধরা পড়ার পর কিছুদিন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিল জিসা। কিন্তু দরিদ্র অসহায় পরিবার প্রাইভেট হাসপাতালের খরচ যোগাতে অপারগ । কিছুদিন ধরে এলাকায় তরুণরা, সংবাদকর্মী সহ অনেকেই লেখা লেখি শুরু করে জিসাকে নিয়ে। গত ১৮ মার্চ দৌলতখান প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ মানবিক সহযোগিতার জন্য একটি পোস্ট দেন ফেসবুকে।

ঐ পোস্টটি নজরে আসে ভোলা-২আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের। গত ২৪ মার্চ জনগণের খোঁজ খবর নিতে এবং ২৬ মার্চ উদযাপন উপলক্ষে ঢাকা থেকে সফরে বাড়িতে আসেন এমপি মুকুল। তারপর তথ্য অনুযায়ী খোজ নেন কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জিসার। সংসদ সদস্য আলী আজম মুকুল জিসার চিকিৎসা সকল দ্বায়িত্ব গ্রহণ করেন। যোগ করা দরকার জিসার চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৮ লাখ টাকা।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: